850
Published on ফেব্রুয়ারি 20, 2022কেমন ছিল ভাষা আন্দোলনের দিনগুলো? তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান কিভাবে ছাত্রদের সংগঠিত করে ভাষার জন্য সংগ্রাম করেছিলেন? ১৯৪৯ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত টানা ৩ বছর কেন জেলে বন্দি ছিলেন তিনি? আইসিটি ডিভিশনের তত্ত্বাবধায়নে নির্মিত 'মুজিব আমার পিতা' অ্যানিমেশন চলচ্চিত্রে ফুটে উঠেছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর সক্রিয় অংশগ্রহণ এবং এর ফলে পশ্চিমা শাসকদের নির্যাতন-উৎপীড়ন ভোগ করার চিত্র।
রোববার নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্ট্যাটাসে তিনি বলেন, আইসিটি ডিভিশনের তত্ত্বাবধায়নে নির্মিত 'মুজিব আমার পিতা' অ্যানিমেশন চলচ্চিত্রে ফুটে উঠেছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর সক্রিয় অংশগ্রহণ এবং এর ফলে পশ্চিমা শাসকদের নির্যাতন-উৎপীড়ন ভোগ করার চিত্র।
অ্যানিমেটেড চলচ্চিত্রটি তৈরি করতে প্রায় দুই বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের একটি দল কাজ করেছে। ১০০ জনেরও বেশি শিল্পী চলচ্চিত্রটি নির্মাণে অবদান রেখেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা
চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, যৌবন, রাজনৈতিক কর্মজীবন এবং তার জীবনের অন্যান্য দিক তুলে ধরা হয়েছে। মূলত বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন পর্যন্ত সময়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে চলচ্চিত্রটি।