321
Published on 22nd জুন 2024 22:00প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় রোধে নানা রকম পদক্ষেপ নিয়ে এসেছে। আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন একদিকে মুসলিম লীগের দুঃশাসন ও অব্যবস্থাপনা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, দেশভাগের মারাত্মক প্রভাব এবং সাম্প্রদায়িক দাঙ্গায় দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দেয়।
এর পর থেকে দেশে যতবার দুর্যোগ দেখা দিয়েছে, সরকার হোক বা বিরোধী দল, আওয়ামী লীগ দল-মত-নির্বিশেষে সবার জন্য কাজ করেছে নিঃস্বার্থভাবে।
এমনকি ২০০১-০৬ সালে বিএনপি-জামায়াতের চরম অত্যাচার-হামলা সহ্য করেও মঙ্গা ও টর্নেডোয় আক্রান্ত মানুষদের সহায়তা কাজ করে যায় আওয়ামী লীগ।
ক্ষমতায় এসে দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করেছেন জননেত্রী শেখ হাসিনা। এখন ত্রাণের পাশাপাশি আর্থিক সহায়তাও পান আক্রান্ত মানুষেরা।
গণমানুষের দল আওয়ামী লীগ যুগে যুগে এভাবেই জনগণের পাশে দাঁড়িয়েছে, ত্রাণকর্তা হয়ে রক্ষা করেছে সাধারণ মানুষকে।