1103
Published on অক্টোবর 2, 2021পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার সংগ্রামী জীবন নির্ভর চিত্রাঙ্কন কর্মশালা ও ২৭ টি আন্তর্জাতিক পুরস্কারের আলোক চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
গতকাল বৃহস্পতিবার পাবনা সদরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন ও অর্জনের নানা খন্ড চিত্র নিয়ে পাবনায় চারুশিল্পীদের অংশগ্রহণে “জননেত্রী থেকে বিশ্বনেত্রী, আমাদের আপা” শীর্ষক চিত্রাঙ্কন কর্মশালা ও ২৭ টি আন্তর্জাতিক পুরস্কারের আলোক চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় জেলার ২০ জন চারুশিল্পী ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ বাঙালী গৃহিনী থেকে নিজ নেতৃত্বগুণে পরিণত হয়েছেন অনন্য এক বিশ্বনেত্রীয়। বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তাঁর প্রজ্ঞা, ত্যাগ আর দূরদর্শীতার স্বীকৃতি মিলেছে ২৭টি আন্তর্জাতিক পুরস্কারে। নতুন প্রজন্মের মাঝে তাঁর বিশ্বনেত্রী হয়ে ওঠার গল্প ছড়িয়ে দিতেই এ আয়োজন।
স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আয়োজনের আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাবনা সদরের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, বাংলাদেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জিডিপির প্রবৃদ্ধির মাথাপিছু আয় পাকিস্তান, ভারতকে পিছনে ফেলেছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরি করতে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রযাত্রার রোল মডেল এ পরিণত হয়েছে। সংসদ সদস্য প্রিন্স মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলার জেলা প্রশাসক জনাব, বিশ্বাস রাসেল হোসেন, পাবনা পুলিশ সুপার জনাব,মোহাম্মদ মহিবুল ইসলাম খান সহ অনেকে৷
এ সময় বক্তরা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অগ্রযাত্রার মডেল এর কথা বলেন, তার সুদক্ষ নেতৃত্বের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।