প্রধানমন্ত্রীর জন্মদিনে পাবনায় নানা কর্মসূচী

772

Published on সেপ্টেম্বর 29, 2021
  • Details Image

সরকারী শিশু পরিবারের এতিম শিশুদের সাথে কেক কেটে ও তাদেরকে নতুন পোশাক উপহারের মধ্য দিয়ে পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালনের সূচনা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এতিম শিশুদের সাথে নিয়ে কেক কেটে ও বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের সূচনা করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এর আগে তিনি প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে ৭৫ এতিম শিশুদের নতুন পোশাক উপহার দেন।

এ সময় পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় ভূষণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক শামীম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ চত্বরে উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী কেক কেটে প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক মো. সাইফুল ইসলাম, শেখ হাসিনা হল প্রভোস্ট লায়লা আরজুমান্দ বানু, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্মসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবুসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে একটি আমগাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। উপাচার্য শেখ হাসিনা হলেও তিনি বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

 

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত