689
Published on জুন 12, 2021 পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠানে হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন’র পরিচালনায় আরো বক্তব্য দেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাফ্ফারী রাসেল, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক কোহিনুর ফেরদৌস কণা, জেলা স্বেচ্চাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ভিপি আজিজ, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল আহমেদ ডন, যুগ্ন সাধারণ সম্পাদক বাবু শেখ, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির পাভেল, সাংগঠনিক সম্পাদক নাসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।