৭ই মেঃ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন

6180

Published on মে 7, 2021
  • Details Image

৭ই মে ২০০৭, সময়টা ছিল অন্যরকম । গণতন্ত্র আর রাজনীতির জন্য এক গুমোট পরিস্থিতি । এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত সফর শেষে ৫২ দিন পর দেশে ফেরেন শেখ হাসিনা। যদিও এর আগে তার দেশে ফেরায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো । ২০০৭ সালের আজকের দিনে বিকেল ৫ টার কিছু পরে ঢাকায় বিমানবন্দরে পোঁছান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এয়ারপোর্টে নেমে শুভেচ্ছা জানান দেশবাসীকে । রাজনীতি নিয়ে কথা না বললেও তার কন্ঠে ছিলো সেই সময়ের সরকারের প্রতি হুশিয়ারি ।

শেখ হাসিনা বলেন , ‘আমাদের আসতে বাঁধা দিয়ে যে ভুল করেছে আবার যদি এই রকম কিছু করতে যায় তবে আরেকটা ভুলের মধ্যে পড়বে । এইটুকু বলতে পারি’।

শেখ হাসিনাকে বরন করে নিতে সেদিন দুপুরে এয়ারপোর্টের আশেপাশে গুটিকয়েক মানুষ দেখা গেলেও হঠাতই পালটে যায় সেই দৃশ্যপট । মুহুর্তেই এয়ারপোর্ট এলাকা পরিনত হয় জনসমুদ্রে । বোঝার উপায় ছিলোনা হাজার হাজার নেতা-কর্মী কোথা থেকে এলো । ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকায় ব্যানার ফ্যাস্টুন বহনে নিষেধাজ্ঞা থাকলেও জন মানুষের আবেগের কাছে ভেসে যায় সবকিছু। গাড়ির সামনে হাজার মানুষের মিছিল, মটরসাইকেল আর গাড়ির বহর নিয়ে তিন ঘন্টায় ধানমন্ডির ৩২ নাম্বার সড়কে বঙ্গবন্ধু ভবনে পৌছান বঙ্গবন্ধু কন্যা । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফিরে যান সুধা সদনে ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত