1905
Published on মে 17, 2020মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আজ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে মূল সড়কের পাশে এসকল ইফতার বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ কামরুল হাসান লিংকন করোনা সংকটে প্রথম রোজা থেকেই অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করছেন। প্রতিদিন ৩০০ জনকে ইফতার দেওয়া হয় যা শেষ রমজান পর্যন্ত চলবে। যে কার্যক্রমকে সাধুবাদ জানাতে ঐতিহাসিক ১৭ মে উপলক্ষে আজ ইফতার বিতরণে অংশ নেন এস এম কামাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাসভিরূল হোক অনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া কর্মসূচি পালন করে আসছে। একই সাথে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে বিভিন্ন জায়গায় ইফতার সেহরি ও বিনামূল্যে সবজি বিতরণ এবং টেলিমেডিসিন, ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও লাশ দাফনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চলমান রয়েছে।