8357
Published on জুন 11, 2018কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে জাতির জনকের খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে ফের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত নূর চৌধুরী দীর্ঘদিন ধরে কানাডায় পালিয়ে আছেন। ফাঁসি হবে বলে তাকে ফেরত দিচ্ছে না কানাডা সরকার।
কানাডার সঙ্গে যে কোনো পর্যায়ের আলোচনায় নূর চৌধুরীকে ফেরত দেওয়ার অনুরোধ করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে।
রোববার দেশটির প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে বৈঠকেও একই অনুরোধ আবার জানান শেখ হাসিনা।
জি সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে কানাডায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর। কেবেকের হোটেল শ্যাতো ফঁতেনেক-এ রয়েছেন তিনি। ওই হোটেলেই ট্রুডোর সঙ্গে তার বৈঠক হয় ।
বৈঠকের বিষয়ে পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রীকে বলেছেন, জাতির জনকের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে। সে বাংলাদেশের আইনে দোষী সাব্যস্ত হয়েছে’।
“এসময় ট্রুডো বলেছেন, ‘আমি আপনাদের কষ্টটা বুঝি। নূর চৌধুরী কানাডার নাগরিক না এবং তার এখানে কোনো স্ট্যাটাস নেই’।”
প্রেস সচিব বলেন, কানাডার আইনে মৃত্যুদণ্ড না থাকার কথা বলার পরও ট্রুডো এই বিষয়টি নিয়ে তার কর্মকর্তারা আলোচনা করছে বলে জানিয়েছেন।
বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়। এক্ষেত্রে কানাডার সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকায় ট্রুডোকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
শনিবার বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জি-সেভেন আউটরিচ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে চার দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর কেবেক থেকে টরন্টোর উদ্দেশে রওনা হন। টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে কেবেকে পৌঁছান শেখ হাসিনা।
টরন্টো থেকে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুবাইয়ে যাত্রাবিরতি করে মঙ্গলবার রাতে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।