পাখি ডাকা ছায়াঘেরা আর দশটা সাধারণ গ্রামের মতোই একটি গ্রাম টুঙ্গিপাড়া। বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জের একটি গ্রাম। গ্রামের প্রান্তসীমা দিয়ে বয়ে গেছে বাইগার শাখা নদী। একটু এগিয়ে গেলেই মধুমতি নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী-তীরেই গড়ে ওঠে জনবসতি ও সভ্যতা। টুঙ্গিপাড়া যেন ছবি আঁকা একটি গ্রাম। সবুজে ঢাকা অপরূপ সুন্দর। নবান্নের দেশে আশ্বিনে গ্রামে ধান ওঠে মাঠ ভরে। বর্ষায় ...