নবায়নযোগ্য জ্বালানীসহ নানা খাতের উন্নয়নে বাংলাদেশকে ৪৮ কোটি ডলার দিবে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইআইবি

1130

Published on অক্টোবর 25, 2023
  • Details Image

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ঋণ ও অনুদান হিসেবে বাংলাদেশকে ৪৭ কোটি ৭০ লাখ ইউরো ঋণ ও অনুদান সহায়তা দিচ্ছে।

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দফতরে এসব অর্থায়নের বিষয়ে চুক্তি সই হয়।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের (ইসি) চেয়ারম্যান উরসুলা ফন ডার লেয়েন উপস্থিত ছিলেন। গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলনে অংশ নিতে বর্তমানে ব্রাসেলসে রয়েছেন প্রধানমন্ত্রী।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর মধ্যে ইআইবি ৩৫ কোটি ইউরো দেবে ঋণ হিসেবে। বাকি ১২ কোটি ৭০ লাখ ইউরো ইআইবি ও ইইউ অনুদান হিসেবে দেবে। ঋণের অর্থ পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

এসব ঋণ ও অনুদানের অর্থ ব্যয় করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন, মানব সম্পদ উন্নয়ন, সুশাসন ও প্রুযক্তির আধুনিকায়নের মাধ্যমে সাধারণ মানুষকে ডিজিটাল সেবা দিতে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইআরডি জানায়, এ বিষয়ে বাংলাদেশ সরকার ও ইআইবি এর মধ্যে দুটি আলাদা ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। ইআই বিনিয়োগ ব্যাংকের সঙ্গে মোট চুক্তি হয়েছে ৩৯ কোটি ৫০ লাখ ইউরোর। এর মধ্যে ৩৫ কোটি ঋণ হিসেবে বাকি সাড়ে চার কোটি ইউরো অনুদান হিসেবে দেবে তারা।

চুক্তিতে ইআরডি সচিব শরিফা খান এবং ইআইবি এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগের প্রধান এডভার্ডাস বুমস্টেইনাস সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঋণ নেওয়ার মূল উদ্দেশ্য হল বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতকে উৎসাহিত করা এবং এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সৌর ও বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন করা।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন সহায়ক হবে। এছাড়ও গ্রিন হাউজ গ্যাস নি:সরণ হ্রাস, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সহায়তা করবে।

একই দিন আরও ছয়টি প্রকল্প বাস্তবায়নে ইইউর সঙ্গে ৮ কোটি ২০ লাখ ইউরোর অনুদান চুক্তি হয়েছে। এতে সই করেন ইআরডি সচিব শরিফা খান ও ইইউ মহাপরিচালক কোয়েন ডোয়েন্স।

এরমধ্যে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১’ (এইচসিডিপি-২১) প্রকল্পের জন্য অতিরিক্ত তিন কোটি ইউরো অর্থায়ন করবে ইইউ।

এছাড়া ‘পার্টনারশিপ ফর গ্রিন এনার্জি ট্রানজিশন’ শীর্ষক প্রকল্পে এক কোটি ২০ লাখ ইউরো, ‘এডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ প্রকল্পের জন্য এক কোটি ইউরো, কার্যকর সুশাসনের জন্য ‘এক্সেলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিস ইন বাংলাদেশ’ প্রকল্পের জন্য এক কোটি ইউরো, ‘স্ট্রেংদেনিং প্রিভেনশন অ্যান্ড রেসপন্স টু জেন্ডার বেইস ভায়োলেন্স অ্যাট পাবলিক ওয়ার্ক প্লেস ইন বাংলাদেশ’ প্রকল্পের জন্য ১ কোটি ইউরো এবং ‘স্কেলিং আপ গ্রিন কনস্ট্রাকশন ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির এক কোটি ইউরো অনুদান দিচ্ছে।

এসব অনুদানের অর্থে দেশব্যাপী মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদন, পরিবেশসম্মত ইট উৎপাদন, লিঙ্গ বৈষম্য রোধ, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত