716
Published on অক্টোবর 10, 2023প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেল সংযোগের উদ্বোধনকালে মাওয়ায় এক জনসভায় তিনি বলেন, ‘কিছু মানুষ আছেন যারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন। কিন্তু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখেছে।’
জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
যারা তার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলার কথা বলে তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আর যারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলে তারা প্রতিদিন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কথা বলে। আসলে তারা নিরপেক্ষ নির্বাচন চায় না।’
বিএনপির নাম না নিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই দলটি অবৈধভাবে ক্ষমতা দখলকারী ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত। ভোট কারচুপি করে তারা ক্ষমতায় এসেছে।’
কিন্তু ২০০৮ সালে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট ৩০০ সংসদীয় আসনের মধ্যে মাত্র ২৯টি আসন পায়। এরপর থেকে তারা নির্বাচন থেকে দূরে রয়েছেন।
তিনি আরও বলেন, ‘নির্বাচন বর্জনের পাশাপাশি তারা অগ্নিসংযোগ, নিরীহ মানুষ হত্যা ও সরকারি সম্পত্তি ধ্বংসের পথ বেছে নিয়েছে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাঙালি জাতির ভাগ্য নিয়ে স্বার্থান্বেষী মহল যাতে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং তারা কাউকে তা ধ্বংস করতে দেবে না।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শধারণ করে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে এগিয়ে যাবে।