বাংলাদেশের উন্নয়নে ভালো কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ আইআরআই এর জরিপ

2439

Published on আগস্ট 9, 2023
  • Details Image

বর্তমানে দেশের ৭০ ভাগ মানুষ মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করছেন। সেই সঙ্গে তারা মনে করেন, উন্নয়ন কর্মকাণ্ড এবং কোভিড কালীন সহায়তার জন্য বেড়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা। সম্প্রতি বাংলাদেশের ৬৪ জেলায় জরিপ চালিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এই তথ্য জানায় তাদের ওয়েব সাইটে। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে এই জরিপ পরিচালনা করে তারা।

জরিপে বলা হয়, ২০১৮ সালের তুলনায় চলতি বছর শেখ হাসিনা ভালো কাজ করছেন এমন মত দিয়েছেন ৪ শতাংশ বেশি মানুষ। এটি আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জন সমর্থনের কারণে সৃষ্টি হয়েছে বলে জানায় তারা।

সারা দেশ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে পরিচালিত এই জরিপে আরও জানানো হয়, মহাসড়ক ও সেতুতে চলতি সরকারের সময়ে ৮৭ শতাংশ উন্নয়ন হয়েছে। দেশের ৮৬ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে এবং দেশের ৮৪ শতাংশ মানুষ সার্বক্ষণিক বিদ্যুৎ পাচ্ছে। এ ছাড়াও ৭৭% নাগরিক মানসম্পন্ন স্বাস্থ্য সেবা পাচ্ছে বলেও জরিপের প্রতিবেদনে বলা হয়। সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে এসব সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন জরিপের বিশ্লেষকেরা।

চলতি সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ৮১ শতাংশ হয়েছে বলেও উঠে আসে জরিপে। শিক্ষা খাতে উন্নয়নের সঙ্গে সঙ্গে সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে সহিংস চরমপন্থা ও মৌলবাদ হ্রাস পেয়েছে। দেশে আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্র শক্তিশালী হয়েছে বলেও মনে করেন জরিপে অংশগ্রহণকারীরা। গত কয়েক বছরে দেশে গুম প্রতিরোধ হয়েছে বলে মনে করেন ৫৪ শতাংশ উত্তর দাতা।

গণতন্ত্র শক্তিশালি হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বর্তমান সরকারের আমলে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থানের ক্ষেত্রে সরকারের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে মত দিয়েছেন জরিপে অংশ নেয়া ৫৯ শতাংশ মানুষ।

তত্ত্বাবধায়ক সরকার নয় বরং আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিৎ বলে মনে করেন এই জরিপে অংশ নেয়া ৫৫ শতাংশ মানুষ। যার মধ্যে ২৫ শতাংশ এটির পক্ষে শক্ত অবস্থান ব্যক্ত করেছেন।

আন্তর্জাতিক স্বীকৃত সুশীল সমাজের প্রতিনিধিদের কাজের বিষয়েও জরিপে প্রশ্ন করা হয় যেখানে ৬২ শতাংশ মানুষ মনে করেন 'সুশীল সমাজ অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করেন'। এর উল্টোপাশে ৩৫ শতাংশ মানুষ মনে করেন, 'সুশীল সমাজ প্রান্তিক মানুষের কথা বলে'।

দেশে দুর্নীতি মানুষের জীবনে কেমন প্রভাব রাখছে তা জানতে প্রশ্ন রাখা হয় জরিপে উত্তর দাতাদের। এ ক্ষেত্রে ৫৮ শতাংশ মানুষ মনে করে তাদের দৈনন্দিন জীবনে দুর্নীতির প্রভাব নেই। অন্যদিকে ৯ শতাংশ মানুষ মনে করে তাদের প্রতি মাসে দুর্নীতির প্রভাব মোকাবেলা করতে হয়।

চলতি বছরের জরিপে আওয়ামী লীগ এখনও জনপ্রিয়তায় এগিয়ে সব ক্ষেত্রে। তবে বিএনপির এক দফা দাবিকে কেন্দ্র করে দেশ যেই সহিংসতার পথে এগোচ্ছে সে বিষয়ে নেতিবাচক প্রভাব ছিলো জরিপে। উত্তর দাতাদের বড় একটি অংশ দাবি করছে, দেশ সঠিক পথে এগোচ্ছে না।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত