761
Published on মে 25, 2023নওগাঁর বিএনপি দলীয় এমপি শামসুজ্জোহা খান হাসপাতালের ডাক্তারসহ সরকারি চাকরিজীবীদের নির্মমভাবে পেটাতেন।
২০০৬ সালের ১০ এপ্রিলের পত্রিকার খবরে দেখা যায়- তার নিজ বাসায় দলীয় কর্মসূচির পর সড়ক দুর্ঘটনায় ৬ কর্মী আহত হয়। এরপর তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু একসঙ্গে ছয়টি স্ট্রেচার সরবরাহ করে ছয়জনকেই একইসঙ্গে চিকিৎসা না দেওয়ার অজুহাতে এমপি জোহা নিজ হাতে লাঠি দিয়ে কর্তব্যরত ডাক্তার তাহমিদুর রহমানসহ চারজন সরকারি কর্মচারীকে বেদম প্রহার করেন।
বিসিএসের মতো দেশের সর্বোচ্চ পরীক্ষায় টেকার পর কর্তব্য পালন করতে গিয়ে এভাবে কোনো কারণ ছাড়া একজন এমপি তার ক্যাডার দ্বারা নির্মম হামলার শিকার হওয়ার ঘটনা বাংলাদেশে বিরল। খালেদা জিয়া ও তারেক রহমানের আস্কারায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এরকম আরো অনেক ন্যাক্কারজনক ঘটনার বাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির এমপিরা।