খালেদা জিয়ার শাসনামল ২০০১-২০০৬: খালেদা জিয়া সরকারের হরিলুটে প্রকল্প ব্যয় বেড়ে দ্বিগুণ, কমে যায় বিদ্যুৎ উৎপাদন

808

Published on মে 16, 2023
  • Details Image

২০০৪ সালের ৯ জুনের সংবাদ জানায়, দেশজুড়ে তীব্র লোডশেডিং এবং বিদ্যুৎহীনতার মধ্যেও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ নেয়নি বিএনপি-জামায়াত সরকার। বিদ্যুৎহীনতায় সেচের অভাবে গ্রামের মানুষের হাজার হাজার হেক্টর কৃষিজমির ধানের আবাদ নষ্ট হলেও, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন আরো কমিয়ে দেওয়া হয়। বিদ্যুতের তীব্র দাবির মুখেও ২০০৪-০৫ অর্থ-বছরের জন্য উল্টো ২৬৪ কোটি টাকার বরাদ্দ কমানো হয় গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের খাত থেকে।

১২ জুন ২০০৪ সালের পত্রিকা জানায়, বছরের পর বছর চলে গেলেও বিদ্যুৎ খাতের উন্নয়নে অধিকাংশ প্রকল্পই বাস্তবায়ন করেনি খালেদা জিয়ার সরকার। ফলে বিদ্যুৎ খাতে প্রকল্প বাস্তবায়নে তীব্র অচলাবস্থা সৃষ্টি হয়। ৬০০ কোটি টাকার প্রকল্পকে ১০০০ কোটিতে বর্ধিত করলেও কাজের অগ্রগতি হয়নি কিছুই।

এমনকি লুটপাটের বাটোয়ারার হিসাব না মেলার কারণে ফেঞ্চুগঞ্জে চারবার দরপত্র দিয়েও ঠিকাদার ঠিক করতে পারেনি সরকার। ফলে দেশের ৪৭ ভাগ স্থানকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিলেও তা বাস্তবায়নের কোনও উদ্যোগই নেওয়া সম্ভব হয়নি হাওয়া ভবনের খাম্বা নেটওয়ার্কের বাট্টার কারণে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত