908
Published on মার্চ 17, 2023ড. প্রণব কুমার পান্ডে
১৯২০ সালের ১৭ মার্চ দিনটি বাংলাদেশের ইতিহাসে অপরিসীম তাৎপর্য বহন করে। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের সবার উচিত বাংলাদেশ নামক রাষ্ট্রের উৎপত্তির ইতিহাসের আলোকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে তার জন্মের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া।
সত্যই, বঙ্গবন্ধু না জন্মালে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় অনেক বছর পিছিয়ে যেত। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে আমাদের দেশের নাগরিকদের তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এবং তার অবদানকে স্বীকৃতি দিতে হবে। তার চিন্তাশীল এবং বাস্তববাদী নেতৃত্বের কারণেই পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন বাস্তবে সম্ভব হয়েছিল। সুতরাং,বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে আলাদা করা সম্ভব নয়, কারণ তিনি আমাদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন।
এখন প্রশ্ন হল বঙ্গবন্ধু কীভাবে টুঙ্গিপাড়ার "খোকা" থেকে "জাতির পিতা" হয়েছিলেন? "জাতির পিতা" উপাধি কেবল তখনই প্রদান করা হয় যখন রাষ্ট্র গঠনের লড়াইয়ে কোন ব্যক্তির অবদান ব্যতিক্রম হিসাবে বিবেচিত হয়। দেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই নেতাদের ভূমিকা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সুতরাং, বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা যাচাই করা সহজ নয়, কারণ তিনি অন্যের তুলনায় অতুলনীয়।
বঙ্গবন্ধু তাঁর গৌরবময় নেতৃত্বের মধ্য দিয়ে সমগ্র জাতিকে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে এবং বাংলাদেশ গঠনে তাঁর অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসাবে, রাশিয়ার পিটার-১, চীনের সান ইয়াত-সেন, অস্ট্রেলিয়ার স্যার হেনরি পার্কস, ভারতের মহাত্মা গান্ধী, এবং তুরস্কের মোস্তফা কামালসহ অন্যান্য বিশ্ব নেতাদের মতো (যারাও তাদের দেশের স্বাধীনতার জন্য জীবন ত্যাগ করেছিলেন) বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুকে সম্মানসূচক "জাতির জনক" উপাধিতে ভূষিত করেছিল।
তিনি তাঁর যোগ্য নেতৃত্বের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধকে পরিচালিত করেছিলেন। তিনি একজন সত্যিকারের দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয়ে, ১৯৬২ সালের গণতান্ত্রিক আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণআন্দোলন পথ পরিক্রমা শেষে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শেষ হয়। বঙ্গবন্ধু প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি তাঁর সমস্ত ব্যক্তিগত সুখ ত্যাগ করে জাতির নৌকার হাল ধরে ছিলেন শক্তভাবে। তাঁর নিষ্ঠা লক্ষ লক্ষ বাংলাদেশিকে তাঁর দর্শনকে হৃদয়ে ধারণ করতে উৎসাহিত করেছিল।
বঙ্গবন্ধুর আগে অনেক রাজনৈতিক নেতা হয়তো স্বাধীন রাষ্ট্রের বাসিন্দা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। গত শতাব্দীর প্রথমদিকে, বেশ কয়েকজন রাজনীতিবিদ একটি স্বাধীন জাতি সম্পর্কে কথা বিভিন্ন সময় কথা বলেছিলেন ব্যক্তিগত আলাপচারিতায়। তবে, সেই নেতারা স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে স্বাধীনতা অর্জনের লড়াইয়ে উদ্বুদ্ধ করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। পূর্ব পাকিস্তানের জনগণের সামনে তারা স্বাধীনতা অর্জনের সর্বাত্মক কৌশল প্রদর্শন করতে ব্যর্থ হয়েছিলেন।
বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার জন্য একটি বিস্তৃত রোডম্যাপ উপস্থাপন করেছিলেন যা দেশবাসীকে নিরলসভাবে মুক্তিযুদ্ধের দিকে চালিত হতে উৎসাহিত করেছিল। সে কারণেই, বাংলাদেশ ও বাঙালিকে নিয়ে যে কোনও আলচনায় বঙ্গবন্ধুর নাম সবার আগে উঠে আসে কারণ তাঁর নামটি দেশ গঠনের ইতিহাসের সাথে একীভূত হয়ে রয়েছে।
স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের মহাকর্ষ বিবেচনা করে, ব্রিটিশ মানবতাবাদী আন্দোলনের প্রবর্তক লর্ড ফেনার ব্রোকওয়ে বলেছিলেন: "এক অর্থে শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী এবং ডি ভ্যালেরা এর চেয়ে বড় নেতা।" এভাবে বঙ্গবন্ধুর অবদান তাঁকে বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্ব নেতাতে পরিণত করেছিল।
রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের অনুপস্থিতিতে বেশ কয়েকটি সরকার বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নামকে মুছে ফেলার চেষ্টা করেছিল। বাংলাদেশ ও বঙ্গবন্ধু উভয়ই অবিচ্ছেদ্য হওয়ায় তারা তাদের প্রচেষ্টায় সাফলতা অর্জন করতে পারেনি। তাই আওয়ামী লীগ এবং শেখ মুজিবের অন্যতম শক্তিশালী সমালোচক ব্যারিস্টার মওদুদ আহমদ একবার তাঁর একটি লেখায় লিখেছিলেন যে "শেখ মুজিবের উপস্থিতি বাংলাদেশের জাতীয় ইতিহাসের বৃহত্তম ঘটনা ছিল। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে তাঁর দাফন হয়নি।
শেখ মুজিবের চেয়ে আরও বাস্তববাদী, দক্ষ, সক্ষম ও গতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো আবির্ভূত হতে পারে বা উদ্ভব হতে পারে। তবে, এমন কাউকে খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং হবে যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এবং এর জাতীয় পরিচয় তৈরিতে আরও বেশি অবদান রেখেছে"।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার এই উপলব্ধি আমাদের বিশ্বাস করতে সাহায্য করে যে বঙ্গবন্ধু তার সমস্ত জীবনে বাঙালির মঙ্গল নিশ্চিতকরণের লক্ষে কাজ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্যগুলো অর্জন করার পথে তিনি কখনও অন্যদের সাথে সমঝোতা করেননি। তাই বাংলাদেশের জনগণ তাঁকে "বঙ্গবন্ধু" এবং "জাতির জনক"এর সম্মান দিয়েছে।
আমাদের জীবনের বিভিন্ন স্তরে বঙ্গবন্ধুর অবদানকে প্রতিষ্ঠিত করবার জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানানো উচিত। বঙ্গবন্ধুর জন্মদিনকে "জাতীয় শিশু দিবস" হিসাবে ঘোষণা করার সিদ্ধান্তেরও আমাদের প্রশংসা করা উচিত। এই দিবস উৎযাপনের মৌলিক লক্ষ্য হ'ল দেশের ভবিষ্যত প্রজন্মকে তার দর্শন অনুসরণ করতে উৎসাহিত করা। আমাদের তরুণ প্রজন্ম যদি তাঁর আদর্শ থেকে উপকৃত হয় তবে তারা উন্নত নাগরিকদের মতো জাতিকে প্রতিনিধিত্ব করতে পারবে।
দেশের তরুণ প্রজন্ম ও প্রগতিশীল জনগণের জাতির পিতার জীবন সংগ্রামের ঘটনা প্রবাহ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। কেউ যদি তার "অসমাপ্ত আত্মজীবনী"টি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষের প্রতি তাঁর কি অকৃত্রিম ভালবাসা ছিল। তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় জনগণ এবং স্বাধীনতার জন্য কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানপন্থিরা বঙ্গবন্ধুকে তাঁর কাঙ্ক্ষিত "সোনার বাংলা" প্রতিষ্ঠা করতে দেয়নি।
ঘাতকের বুলেটের আঘাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে পরিবারের হত্যা করা হয়েছিল। গত ১৪ বছরে বাংলাদেশে যে পরিবর্তনই হোক না কেন, তা হয়েছে তাঁর কন্যা শেখ হাসিনার কারণে। "সোনার বাংলা" প্রতিষ্ঠার বিষয়ে তার পিতার অসম্পূর্ণ এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তিনি যেভাবে কাজ করছেন, আমরা বলতে পারি যে সেই দিন খুব বেশি দূরে নয় যখন আমরা বলব যে আমরা "সোনার বাংলার" নাগরিক।
ইতিমধ্যে, জাতিসংঘের সিডিপি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। একই বছরে বাংলাদেশিরা এই মহান নেতার জন্মের শতবর্ষ এবং পাকিস্তান থেকে আমাদের দেশের স্বাধীনতার অর্ধশতবর্ষ উদযাপন করেছিল। ২০৩১ সালের মধ্যে আমাদের দেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জন করবে। শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার কারণেই এসব অর্জনকে সম্ভব করেছে।
শেখ মুজিবুর রহমান ব্যক্তিকে অতিক্রম করে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। অতএব, আমাদের সকলের উচিত তাঁর মহিমাকে একটি নির্দিষ্ট ফ্রেম এবং গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রাখা। ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আর আমরা যদি তা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুকে নির্দিষ্ট ফ্রেমে সীমাবদ্ধ না রেখে তাকে প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করবে এবং তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করবে। তার শারীরিক মৃত্যু তার আদর্শ থেকে অনুপ্রেরণা নিতে আমাদেরকে বাধাগ্রস্ত করবে না।
লেখক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর।
সৌজন্যেঃ জাগোনিউজ২৪.কম