জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

486

Published on ফেব্রুয়ারি 26, 2023
  • Details Image

জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি এবং সকল অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আ্ওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি জানান যে এসব অপশক্তির বিরুদ্ধে তার সরকারের অভিযান অব্যাহত থাকবে। শনিবার (২৫ ফেব্রয়ারি) কোটালীপাড়া উপজেলার ভাঙ্গার হাটের টিটি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।

আ্ওয়ামী লীগ সভানেত্রী বলেন, “জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই বিষয়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আপনাদের সন্তানরা যাতে মাদক ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয় সেজন্য সকল অভিভাবককে সতর্ক থাকতে হবে।”

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় ৪৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এব পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, “কেউ কেউ আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে তুলনা করেন, আবার কেউ বলেন বড় দুই দল। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি ও তার ২০ দলীয় জোট ৩০০ আসনের মধ্যে মাত্র ৩০টি আসন পেয়েছিলো এবং বাকি আসনে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট জয়লাভ করে। তাহলে কিভাবে এই দুই দল এক হতে পারে?”

শেখ হাসিনা বলেন, “বিএনপি শাসনামলে দেশ জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলা, ৫০০ জায়গায় বোমা হামলা ও পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা মানুষকে কিছুই দেয়নি, তারা শুধু জনগণের অর্থ লুট করেছে।এমনকি, বিএনপি নিজেদের দলের গঠনতন্ত্র মানে না।”

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সাজাপ্রাপ্ত অপরাধীরা দলকে নেতৃত্ব দিতে পারে না। বিএনপি কি একজন নেতাও পায় না, যে অন্তত সাজাপ্রাপ্ত আসামি নন? খালেদা জিয়া ও তার ছেলের নেতৃত্বে বিএনপি চলছে, দুজনেই সাজাপ্রাপ্ত।”

শেখ হাসিনা বলেন, “যারা নিজের দলের গঠনতন্ত্র মানে না, নিয়ম মানে না, আইন মানে না, সেই দলের সঙ্গে কীভাবে আওয়ামী লীগের তুলনা চলে। যারা ঐ ‘বড় দুই দল’ বলেন, তারা ভুল করেন।”

Live TV

আপনার জন্য প্রস্তাবিত