912
Published on জানুয়ারি 22, 2023আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাগমারায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শ্রীপুর বাজারে ইউনিয়ন পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমনের মধ্যে দিয়ে সমৃদ্ধ হবে পুরো উত্তরাঞ্চল। গতি আসবে নেতৃবৃন্দের মাঝে। নতুন করে উজ্জীবিত হবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আসন্ন নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রীর এই জনসভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। ঘরে বসে না থেকে নির্বাচনের আগ পর্যন্ত ভোটের মাঠে থাকতে হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ জনগণের সংগঠন। দেশের উন্নয়ন ধারা একমাত্র আওয়ামী লীগ সরকারই চলমান রাখতে পারে। দেশ এরই মধ্যে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে আরো সুসংগঠিত হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে। বিএনপি মানে খুনের রাজনীতি। জঙ্গিবাদের রাজনীতি। মানুষ হত্যা করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। বিএনপি মিথ্যা ফতুয়া দিয়ে বেড়াচ্ছে। ভূয়া কথা আর দেশবাসীকে বিশ্বাস করানো যাবে না। আগামী ২৯ তারিখে রাজশাহীতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভাকে সফল ও সার্থক করতে হবে। দেশবাসীকে দেখিয়ে দিতে হবে রাজশাহীর মানুষ মুজিব সৈনিক। তারা আর নৌকার বাইয়ে যেতে চাই না।আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এই জনসভা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান অতিথি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল লোকজন। স্বাধীনতার সেই অর্জন ধরে রাখতে প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পথসভায় উপজেলা ও শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।