550
Published on জানুয়ারি 18, 2023আগামী ২৯ জানুয়ারি ২০২৩ খ্রি: রবিবার রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে বোয়ালিয়া (পূর্ব-পশ্চিম) থানা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা আজ সোমবার বিকাল ৪.৩০টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী। সভাপতিত্ব করেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু। সঞ্চালনা করেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। বর্ধিত সভা শেষে বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু এর সহধর্মিনী রুবাইদা খাতুন এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর দলীয় কার্যালয় থেকে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা জনসমুদ্রে পরিনত করার লক্ষ্যে রাজশাহীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা সৃষ্টি হয়েছে। আসন্ন জননেত্রী শেখ হাসিনা’র জনসভা স্মরণকালের ইতিহাসে স্মরণীয় থাকবে। জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীর জনগণের জন্য যা বরাদ্দ দিয়েছেন তাতে রাজশাহী মহানগরকে তিলোত্তমা নগরী হিসেবে বাংলাদেশের বসবাস যোগ্য শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য তোজাম্মেল হক বাবলু, ইসমাইল হোসেন, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর হাসান মিঠু, মাহমুদ আলী জন, আলাল পারভেজ লুলু, হুমায়ুন কবির, অধ্যক্ষ রনজিৎ সাহা, গৌতম দাস, আলতাব হোসেন আলতু, আব্দুস সালাম প্রমুখ।