1149
Published on জানুয়ারি 10, 2023জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রি বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
কল্যাণপুর নতুন বাজার পোড়া বস্তিতে (মিরপুর বাংলা কলেজ এর উল্টা দিকে হাক্কানী মিশন বিদ্যাপীঠ ও মহাবিদ্যালয় সাইনবোর্ড যুক্ত রাস্তা ) সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত এই ক্যাম্প চালানো হয়। ৪ ঘন্টা ব্যাপি এই ক্যাম্পে প্রায় ১৫০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদানের সাথে ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য ও সভাপতি বিএমএ ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মেয়র আতিকুল ইসলাম, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসান মিলন।