লুটপাট করে রাষ্ট্রের ১২৮ কোটি টাকা ক্ষতি করে খালেদা জিয়ার বাণিজ্যমন্ত্রী আমীর খসরু

853

Published on ডিসেম্বর 29, 2022
  • Details Image

২০০১ সালে সরকার গঠনের পর থেকেই সরকারি সম্পদ লুটপাট করতে শুরু করে বিএনপি নেতারা। বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পূর্তমন্ত্রী মির্জা আব্বাস এবং খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী যোগসাজশ করে একের পর এক সরকারি প্লট বরাদ্দে দুর্নীতি এবং কোটি কোটি টাকা দামের বাড়ি নামমাত্র মূল্যে বিক্রি করে। রাজধানীর অভিজাত এলাকায় ১৮টি সরকারি বাড়ি বিনা দরপত্রে সাজানো নিলামে বিক্রি করে তারা রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজান ৫৯ টাকার ক্ষতি করে।

২০০৭ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় এসব সংবাদ একের পর এক প্রকাশিত হতে থাকলে চমকে যায় দেশবাসী। সীমাহীন লুটপাট এবং রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজান ৫৯ টাকা ক্ষতি করার দায়ে আমীর খসরু মাহামুদ চৌধুরীর নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জানা যায়, মির্জা আব্বাস, আমীর খসরু ও হারিস চৌধুরী যোগসাজশ করে দরপত্র আহ্বান না করে সাজানো নিলামের মাধ্যমে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ মাত্র কয়েক কোটি টাকায় বিক্রি করে ব্যক্তিগতভাবে অগাধ টাকার মালিক হয়েছে এবং রাষ্ট্রের ক্ষতি করেছে। ২০০৭ সালের ২৯ মার্চ এসব বিষয়ে তথ্য প্রমাণসহ মতিঝিল থানায় মামলা দায়ের করে দুদক। এরপর সেই বছরই ১ অক্টোবর তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত