651
Published on ডিসেম্বর 20, 2022বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংকট থেকে এখন বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে আরও চ্যালেঞ্জ আছে, সেগুলো অতিক্রিম করে এগিয়ে যেতে হবে।
সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বাংলাদেশ মূল্যস্ফীতি কমেছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল কৃষিকে এগিয়ে নেওয়া সেটিই করা হচ্ছে। কৃষির ওপর নির্ভর করেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর সাফল্য অর্জন করেছেন।