915
Published on নভেম্বর 9, 2022বিদ্রোহ দমনের নামে ১৯৭৭ সালে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের কারাদণ্ড, চাকরিচ্যুত ও অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মায়ের কান্না সংগঠন। ৮ নভেম্বর সকালে চন্দ্রিমা উদ্দ্যানে এক মানববন্ধন থেকে এই দাবি জানান তারা।
মানবন্ধনে বক্তারা বলেন, ১৯৭৭ সালে বিমান বাহিনী ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো। জাপানের বিমান কেন এসেছিল, তা একটা কমিশন করে খুঁজে বের করা দরকার। কেউ বাবা, কেউ স্বামী, কেউ সন্তান হারিয়েছে জিয়াউর রহমানের সময়ের মার্শাল ল'য়ে। এটা ছিলো পরিকল্পিত খুন। যার সময়ে এই খুন, সেই খুনি জিয়ার কবর উচ্ছেদ করতে হবে সংসদ ভবনের এলাকা থেকে। যে হাজার হাজার মানুষকে হত্যা করছে, তার কবর এখানে থাকতে পারে না।
নির্মম সেই ঘটনার স্বীকার হওয়া পরিবারের সদস্যদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানা ভুক্তভোগী পরিবারগুলো।
মানববন্ধনের প্রধান অতিথি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, '১৯৭৭ সালে জিয়াউর রহমান যেভাবে বিনাবিচারে হত্যা করেছে, তার বিচার হওয়া দরকার।'
বিশেষ অতিথি হেলাল মোর্শেদ খান বীর বিক্রম বলেন, 'এই ঘটনায় কাছের আত্নীয় হারিয়েছি, তাদের পরিবার স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি, এইসব পরিবারকে সম্মান জানাতে এই কবর অপসারণ করা দরকার।'