2545
Published on নভেম্বর 4, 2022২০০১ থেকে ২০০৬ সাল পর্য়ন্ত সরকারে থাকার সময় জনগণের সম্পদের ওপর সীমাহীন লুটপাট চালায় বিএনপি-জামায়াত নেতারা। খালেদা জিয়া ও তারেক রহমানের পছন্দের ব্যক্তিদের কাছে নামমূল্যে সরকারের শত কোটি টাকার জমি বরাদ্দ দেয় পূর্তমন্ত্রী মির্জা আব্বাস। এমনকি কোটি কোটি টাকা দুর্নীতির বিনিময়ে রেলের ৭৮ কোটি টাকা মূল্যের জমি মাত্র ৫ কোটিতে বিক্রি করে দেন এই বিএনপি নেতা।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর, বাংলাদেশের গণমাধ্যমগুলো এসব দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ১৯ মার্চ জনকণ্ঠের প্রতিবেদন থেকে জানা যায়, সরকারের শেষের দিকে এসে শাহজাহানপুরে রেলওয়ের ১৩ একর জমি প্লট আকারে বিক্রি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রী মির্জা আব্বাস নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেন।
জানা যায়, ২০০৬ সালে ঢাকার শাহজাহানপুর এলাকায় জমির দাম ছিল ৩০ থেকে ৪০ লাখ টাকা কাঠা। অথচ প্রতি বিঘা জমি মাত্র ৪০ লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে। সেই হিসেবে ১৩ বিঘা জমি বিক্রি হয়েছে মাত্র ৫ কোটি ২০ লাখ টাকায়। অথচ বাজারদর অনুসারে এই জমির দাম ছিল তখন ৭৮ কোটি টাকা। কমপক্ষে ৭৩ কোটি টাকা কমে জমি বিক্রি করে বিপুল অঙ্কের অর্থ লুটপাট করে মির্জা আব্বাস।