668
Published on সেপ্টেম্বর 17, 2022বিএনপি-যুবদলের সন্ত্রাসীদের হুমকির মুখে প্রাণ বাঁচাতে এলাকা থেকে পালিয়ে যান সাতক্ষীরার তালা উপজেলার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অথচ ওই এলাকায় স্কুল না থাকায় ১৯৯১ সালে নিজের ৩৩ শতাংশ জমি দান করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্থানীয় বাবুর আলি। তার ছেলে মিজানুর হন স্কুলের প্রধান শিক্ষক। পরবর্তীতে স্কুলটি সরকারের রেজিস্ট্রেশন পেলে ভবনের কাজের জন্য অর্থ বরাদ্দ পায়। সংশ্লিষ্ট ঠিকাদার কাজের জন্য নির্মাণসামগ্রীও নিয়ে আসেন স্কুলে। তবে ২০০১ সালের অক্টোবরে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই বিএনপির ক্যাডাররা স্কুলের যাবতীয় সম্পদ তাদের হাতে তুলে দিতে চাপ দেয়।
৩০ নভেম্বর ২০০১ সালের ভোরের কাগজ পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হয়।
এমনকি জমিদাতা বাবুর আলি ও প্রধান শিক্ষক মিজানুরের ওপর হামলাও করে তারা। মিজানুরকে শিক্ষকতা থেকে পদত্যাগ করে এলাকা ছেড়ে চলে যেতেও নির্দেশ দেয়। নাহলে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি প্রদান করে। ১৬ নভেম্বর অস্ত্রসহ তালার মাগুরা ইউনিয়নের বিএনপি সভাপতি বজলুর রহমান ও যুবদল সভাপতি আবদুল খালেদেক নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে প্রধান শিক্ষককের ওপর। এসময় তাদের হামলা থেকে বাঁচতে যে বাড়িতে আশ্রয় নেন প্রধান শিক্ষক মিজানুর, সেই বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এমনকি জমিদাতা বাবুর আলির নামও কাগজ থেকে মুছে ফেলার ঘোষণা দেয় বিএনপি-যুবদলের সন্ত্রাসীরা। তাদের হুমকির মুখে জমিদাতা ও প্রধানশিক্ষকের পরিবারের শিশুদেরও স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।