প্রধানমন্ত্রীর নির্দেশনায় লোহাগড়ার দিঘলিয়ায় ক্ষতিগ্রস্থদের পাশে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ

464

Published on জুলাই 23, 2022
  • Details Image

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল আজ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীরবিক্রম মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, গণ আজাদী লীগের এস কে সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় এবং বাসদ ( রেজা), তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের উপস্থাপনায় এসময় উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দিঘলিয়া সাহা পাড়া মন্দিরে আয়োজিত এই সভায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

এসময় ক্ষতিগ্রস্ত ৪ টি মন্দিরে ২৫ হাজার করে মোট ১ লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ১৪ দল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব সময় আপনাদের পাশে থাকবে। কে সংখ্যালঘু বা কে সংখ্যাগুরু এসব কোন হিসাব নাই। হিসাব একটাই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই সমান।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, পদ্মাসেতুতে উঠে মনটা আনন্দে ভরে উঠেছিল আবার সাহা পাড়ায় এসে মনটা ব্যথিত হয়ে গেল। এখানে যারা নিরীহ মানুষদের বাড়িঘরে আগুন দিলো এই অপশক্তিকে ৭১ এর মতো আবারো আমাদের রুখে দিতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার মহা সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল বারংবার মিথ্যাচার করছে, ষড়ষন্ত্র করছে, তাদেরই পৃষ্ঠপোষকতায় এই সাম্প্রদায়িক দাবানল। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে পাহাদার হতে হবে। এ ঘটনার শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই জনপদের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা সবসময় আপনাদের পাশে আছেন, স্হানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আপনাদের পাশে দাড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান - মন্দির সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আছেন আপনাদের পাশে। কোন অপশক্তি আপনাদের জন্ম ভিটার এই মাটি থেকে আপনাদের উৎখাত করতে পারবে না। আমাদের জীবন থাকতে, আমরা আপনাদের নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবো না।

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, আপনারা ভীত হবেন না। আপনাদের নন্দিত সাংসদ একজন সাহসী নেতা, সাহসী ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজা, তিনি সহ আমরা সবাই আছি। এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের অনুসারীদের বিশেষ আহবান জানান।

এছাড়া, স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তির ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কেন্দ্রীয় ১৪ দলের উপস্থিত নেতৃবৃন্দ।

স্থানীয়দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত