পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1046

Published on জুন 11, 2022
  • Details Image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। আর তাতেই গা জ্বালা শুরু হয়েছে বিএনপির। তারা যদি পদ্মা সেতু দিয়ে পার হতে না চায়, তাদের জন্য বিকল্প হিসেবে নৌপথে ফেরির ব্যবস্থা করা আছে।’ 

শনিবার (১১ জুন) দুপুরে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, ‘যে পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল স্বাধীনতাবিরোধীরা, দেশের অর্থে সেই পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে শেখ হাসিনা তাদের সমুচিত জবাব দিয়েছেন।’

‘বিএনপি হুমকি দিয়েছে আন্দোলন করে আগামী নির্বাচন হতে দেবে না, এই সরকারের পতন ঘটাবে। কিন্তু তাদের সে স্বপ্ন কখনও পূরণ হবে না। আগামী নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। সেই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা।’ বলেন বর্ষীয়ান এই নেতা। 

এর আগে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন চৌধুরী, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল, তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য আশিকুর রহমান খান সবুজ, জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার প্রমুখ।

সম্মলনের শুরুতে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে সুজানগর উপজেলা আওয়ামী লীগের তিন বছরের জন্য কমিটির সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। এ সময় পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়।  

Live TV

আপনার জন্য প্রস্তাবিত