বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

666

Published on মে 18, 2022
  • Details Image

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু বলেছেন, ১৯৮১ সালের ১৭মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে লাখ লাখ মানুষ বিমানবন্দরে সমবেত হয়েছিল জননেত্রীকে অভিনন্দন জানানোর জন্য। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ নেতা  ড. মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, মঞ্জুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান দুলু, শাহাদাত আলম ঝুনু, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, নাসরিন রহমান সীমা, আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মোমিন তারিক, এসএম শাহজাহান, খালিকুজ্জামান রাজা, আবু সেলিম, এম এ বাসেদ, শহিদুল ইসলাম দুলু, আহসানুল হক, সাইফুল ইসলাম বুলবুল, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা, উজ্জ্বল, গৌতম কুমার দাস, হেফাজত আর মিরা, আবু সুফিয়ান শফিক, রফি নেওয়াজ খান রবিন, মাহফুজুল ইসলাম রাজ, আব্দুস সালাম, কামরুল মোর্শেদ আপেল, আলমগীর বাদশা, শুভাশিস পোদ্দার লিটন, সাজিদুর রহমান শাহিন, আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় চার নেতাসহ  রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কামনা করে দোয়া করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত