986
Published on মে 18, 2022ঐতিহাসিক ১৭মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা'র ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী লীগ বর্নাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া আয়োজন করে। আনন্দ র্যালি শেষে কেন্দ্রীয় শহীদি মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সভাপতিত্বে কর্মসূচীর সঞ্চালন করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসিকুল ইসলাম রিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধণ বাপ্পী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ জেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক দিপক চক্রবর্তী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুপালী বেগম জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা, যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী সহ জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক মাছুদ মরকার ও বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার সভাপতি মনিরুল হাসান শাহু আপেল। এছাড়াও নীলফামারী জেলা আওয়ামী লীগ ও তার সকল ইউনিট ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী-গণ উপস্হিত ছিলেন।
বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মমতাজুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুকি নিয়ে সেদিন ফিরে না আসলে আজ আমরা বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ পেতাম না, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস কাজকরে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার হাত কে শক্তিশালি করার লক্ষে সকল কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুকরে দারিয়ে আছে তখন স্বাধীনতা বিরোধী চক্র দেশে বিভিন্ন ভাবে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
সবশেষে জননেত্রী শেখ হাসিনা'র দির্ঘায়ু কামনা এবং দেশ ও জতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।