স্থানীয় সাংসদের উদ্যোগে পাবনায় ৯শত গরীব অসহায় ও দিনমজুরীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

558

Published on মে 5, 2022
  • Details Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা ৯শত গরীব অসহায় ও দিনমজুরীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

রবিবার বিকেলে পৌর এলাকার কৃষ্ণপুর, গোবিন্দা দেওয়ানবাড়ি, গোবিন্দা ডেলিবারি হাসপাতাল ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিম্নআয়ের গরীব অসহায় ও দিনমজুরী সহ ৯শত লোকের মাঝে তিনি এসব অর্থ প্রদান করেন।

পাবনা পৌর এলাকার কৃষ্ণপুর, গোবিন্দা দেওয়ানবাড়ি, গোবিন্দা ডেলিবারি হাসপাতাল ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রায় ৯ শত গরীব অসহায় ও দিনমজুরীদের মাঝে ৫ শত করে মোট সাড়ে চার লাখ টাকা প্রদান করেন গোলাম ফারুক প্রিন্স এমপি।

বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বার সমিতির সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম,পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, ওয়ার্ড কমিশনার আমিনুল ইসলাম বাদল, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রিঙ্কু, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব সহ অন্যান্য নেতা কর্মী। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত