872
Published on এপ্রিল 14, 2022দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে সব কার্যক্রম এগিয়ে নেওয়াই আজকের দিনে আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশার নয়া উৎসর্গীকৃত চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে নবতর পথযাত্রার সূচনা করতে চায়। বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, ধর্মের নামে কোনোরূপ বাড়াবাড়ি কোনো ধর্মই অনুমোদন করে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আসুন নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায়, ইতিবাচক ধারাকে আরও বলিষ্ঠ ও বেগবান করা হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ। আগামীর বাংলাদেশও সেই পথ ধরে হাঁটবে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্মান্ধ গোষ্ঠী যেন মাথাচাড়া দিতে না পারে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সবাইক। বাংলা বর্ষবরণের আয়োজনে এমন প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ নেতারা।
বাংলা ১৪২৯ সালকে বরণ করতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজন করা হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ষবরণের অনুষ্ঠান। এতে যোগ দেন দলের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড, থানার নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, ধর্মান্ধ গোষ্ঠী দেশে-বিদেশে ষড়ষন্ত্র করে এদেশকে পাকিস্তান বানাতে চায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, যারা দেশের ঐক্য সংহতি নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
আলোচনা শেষে বের করা হয় শোভাযাত্রা। এতে আবহমান বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে হাজির হন দলের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।