জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টুঙ্গিপাড়ায় ৮দিন ব্যাপী কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা

774

Published on মার্চ 10, 2022
  • Details Image

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ-এর উদ্যোগে আগামী ১৮ মার্চ থেকে ২৫ মার্চ ২০২২ পর্যন্ত জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ৮দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। সে লক্ষ্যে আজ ০৯ মার্চ ২০২২ বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। এ ছাড়াও সভায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদগণ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৮ মার্চ থেকে ২৫ মার্চ ২০২২ পর্যন্ত ৮ দিন ব্যাপী কর্মসূচি নির্ধারণ করা হয়। কর্মসূচির প্রথম দিন ১৮ মার্চ ২০২২ শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রতিদিন একই সময়ে ১৯ মার্চ ২০২২ শনিবার বাংলাদেশ ছাত্রলীগ, ২০ মার্চ ২০২২ রবিবার জাতীয় শ্রমিক লীগ, ২১ মার্চ ২০২২ সোমবার বাংলাদেশ কৃষক লীগ, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ২৩ মার্চ ২০২২ বুধবার বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগ, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও ২৫ মার্চ ২০২২ শুক্রবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচির আয়োজন করবে। উল্লিখিত সময়ে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন উপযোগী কর্মসূচি পালিত হবে। একই সাথে ১৮ থেকে ২৫ মার্চ ২০২২ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ।

তারিখ : ৯ মার্চ ২০২২
প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত