554
Published on ফেব্রুয়ারি 17, 2022খাগড়াছড়ির সিটি কনভেনশন পৌর এলাকার ৮শতাধিক অসহায়, দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও বিতরণ করা হয়েছে। বুধবার সকালে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য এড আশুতোষ চাকমা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর প্যানেল মেয়র পরিমল দেবনাথ।