প্রতিটি বিভাগে মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

2590

Published on ফেব্রুয়ারি 13, 2022
  • Details Image

দেশের প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে বেকারত্ব দূর করতেই এমন পদেক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২২ সালের জানুয়ারি থেকে আরও চারটি- বরিশাল, সিলেট, পাবনা ও রংপুরে মেরিন একাডেমির কার্যক্রম শুরু করা হয়েছে। আমার ইচ্ছে আছে, প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি প্রতিষ্ঠা করার। যেখানে শুধু প্রশিক্ষণই হবে না, শিক্ষার্থীদের দেশ-বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে। বেকার সমস্যা দূর হবে।’

আজ রোববার বাংলাদেশ মেরিন একাডেমির অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘সমুদ্র চালানো কোনো সাধারণ পেশা নয়। বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ সমুদ্রপথেই হয়ে থাকে। ফলে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা। তাই বিশ্ব বাণিজ্য গতিশীল রাখতে ক্যাডেটদের ভূমিকা অপরিসীম।’

মেরিন ক্যাডেট পেশায় আত্মনিয়োগ করলে সমাজের প্রতি দায়িত্ব তৈরি হয় বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় হাইটেক সমুদ্র জাহাজ পরিচালনার উপযোগী পেশাদার ক্যাডেট গঠনে মেরিন একাডেমি যথাযথ পদক্ষেপ নেবে। এক্ষেত্রে কারিকুলামও উন্নত করতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত