নাটোর বড়াইগ্রামে ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

976

Published on ফেব্রুয়ারি 12, 2022
  • Details Image

উত্তরাঞ্চলে হঠাৎ ঝেঁকে বসা প্রচণ্ড শীতে জর্জরিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের কুরশাইট বাজারে এ কম্বল বিতরণ করা হয়। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দিদার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ শতাধিক মানুষের মাঝে শীতের উপহার হিসেবে কম্বল প্রদান করেন ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

শীতবস্ত্র বিতরণকালে ডা: মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার বক্তব্যে বলেন, ‘বড়াইগ্রাম উপজেলা উত্তরাঞ্চলে হওয়ায় শীতের পরিমাণ অনেকটা বেশি, তাই উপজেলার হতদরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন দুলাল, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও উপজেলা মাদক বিরোধী নাগরিক কমিটির সভাপতি আবদুস সোবাহান প্রামানিক, মাঝগাঁও ইউনিয়নের আ’লীগ নেতা আতিকুর রহমান (মাস্টার), নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: জুলফিকার আলি মিঠু, সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক মো: রুস্তম আলী, ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি গফুর মোল্লা, নির্বাচিত ইউপি সদস্য হাসিনা খাতুন, জিয়াসমিন খাতুন, সানোয়ার হোসেন, ১নং জোয়াড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: ফেরদৌস উল আলম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত