536
Published on ফেব্রুয়ারি 12, 2022নেত্রকোণার পূর্বধলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পূর্বধলা উপজেলা যুবলীগ। শুক্রবার পূর্বধলা বাজারের সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে দেড় শতাধিক শ্রমজীবি শীতার্ত গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের জুলফিকার আলী শাহিন, মোফাজ্জল হোসেন, শাহ্ মোস্তাফিজুর রহমান রাজিব, মোঃ আনিসুর রহমান জুয়েল, প্রদীপ কুমার, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরনের ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে আজ আমরা আপনাদের কাঝে শীতবস্ত্র নিয়ে এসেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।
আগামীতে আরো বেশি করে সহযোগিতা করার চেষ্টা করব। উল্লেখ্য, পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এর আগেও সরকারি ও নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।