ময়মনসিংহে প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

785

Published on ফেব্রুয়ারি 12, 2022
  • Details Image

ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতার্ত মানুষের মাঝে ৫০০ (পাঁচশত) শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে শীতবস্ত্র বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি।

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর, ময়মনসিংহ শাখার সভাপতি জনাব মো: এহতেশামুল আলম।

আরও উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব খন্দকার ফজলে রাব্বি ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত