লক্ষ্মীপুরের রামগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ স্থানীয় সাংসদের

681

Published on ফেব্রুয়ারি 12, 2022
  • Details Image

লক্ষ্মীপুরের রামগঞ্জে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খান।

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাছির উদ্দিন খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ। 

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে লক্ষ্মীপুরের ২০ হাজার মানুষের মাঝে পর্যায়ক্রমে এসব কম্বল বিতরণ করা হবে। আজ দুপুরে জয়পুরা স্কুল এন্ড কলেজ ও নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির মোল্লা, যুবলীগের সভাপতি আবদুর রবসহ আরও অনেকে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত