টাঙ্গাইল-৭ আসনের সাংসদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

773

Published on ফেব্রুয়ারি 8, 2022

ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে টাঙ্গাইল বধির সংঘের প্রায় শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইল স্টেডিয়াম পুকুর পাড়ে অবস্থিত হাইকেয়ার (বধির) স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদ সদস্য খান আহমেদ শুভ।

টাঙ্গাইল বধির সংঘের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুনসুর আবেদিন (মুকুল), ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি শওকত আলী, ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ কামরুল হাসান, টাঙ্গাইল বধির সংঘের সাধারণ সম্পাদক শওকত হোসেন, ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাইকেয়ার বধির স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহান প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত