1464
Published on ফেব্রুয়ারি 8, 2022উত্তরবঙ্গের শীতার্ত মানুষদের সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের চতুর্থ দিনে আজ কুড়িগ্রাম জেলায় ৪০০ পিছ কম্বল এবং করোনা প্রতিরোধে ১,০০০ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। কুড়িগ্রাম জেলার শেখ রাসেল পৌর টাউন হলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ছাত্রলীগের "শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ" কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার, সহ-সভাপতি আসাদুজ্জামান সোহেল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক আল আমিন সিদ্দিক সুজন, কুড়িগ্রাম সদর পৌর মেয়র কাজীউল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বাহক মুমিনুর রহমান মুমিন সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ইমরান জমাদ্দার বলেন, ’বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে মুজিব আদর্শ বুকে ধারণ করে কাজ করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির চাকা সচল রাখতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। শেখ হাসিনা ভালো থাকলে সবাই ভালো থাকবেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের দেশের উন্নয়ন ও অর্জন সমূহকে মানুষের সামনে তুলে ধরতে হবে, গুজব সন্ত্রাস রুখতে সক্রিয় থাকতে হবে।’