উন্নয়নের কারণেই আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে

1059

Published on ফেব্রুয়ারি 5, 2022
  • Details Image

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির কারণেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল নজীর স্থাপন করবেন।

শুক্রবার শরীয়তপুরের নড়িয়ার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের নদী ভাঙন কবলিত ৪০৩টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত পুনর্বাসন সহায়তার নগদ ৪৩ লাখ টাকা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম আরো বলেন, আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এ দুর্গম চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ এসেছে। এলাকা আলোকিত হয়েছে। এ এলাকায় এখন আর নদী ভাঙন নেই। এ অঞ্চলের মানুষ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার মহানুভবতার জন্য বিএনপির তো তজ্ঞতা প্রকাশ করা উচিত উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপিকে মনে রাখতে হবে, খালেদা জিয়া মামলায় খালাস পাননি, জামিনও পাননি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহানুভূতির কারণে জেলের বাইরে আছেন।

তিনি আরো বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিলেন। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আর ক্ষমতায় যেতে না পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে।

তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ তখন বিএনপি রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশরিবোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। বিএনপি মূলত এদেশকে মনেপ্রাণে এখনো ধারণ করতে পারেনি। বিএনপির নেতাদের ধ্যান-জ্ঞান হলো পাকিস্তান।

নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ মুন্সী, নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী, সাবেক চেয়ারম্যান রাশেদ আজগর সোহেল মুন্সী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহাদী হোসেন প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত