654
Published on জানুয়ারি 23, 2022নরসিংদীর শিবপুরে ৪ হাজার ৫শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুরের সংসদ সদস্য আলহাজ্জ জহিরুল হক ভূইয়া মোহন।
শনিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার ইটাখোলা গোল চত্বর এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই সময় অসহায় শীতার্তদের মাঝে ৫০০ শত শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। তারই অংশ হিসেবে শিবপুর উপজেলায় ৪ হাজার ৫শ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পুটিয়া ইউপি চেয়ারম্যান এলিছ আহমেদ, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান সরকারসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।