555
Published on জানুয়ারি 13, 2022চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ১১ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি বুধবার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সেলিমা মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই শীতবস্ত্র প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার স্বরুপ দিলাম। একজন মানুষও যাতে শীতে কিংবা অন্যন্যা কারনে কষ্ট না পায় সেজন্য বর্তমান সরকার সজাগ দৃষ্টি রয়েছে। আপনাদের সুখে দু:খে আমরা আছি এবং থাকব।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, নব-নির্বাচিত পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, ইউপি সদস্য শাহজালাল মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাহউদ্দিন সরকার প্রমুখ। একই দিনে কচুয়ার সাচার, আটমোড়, মালচোয়া, তেতৈয়া গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন করেন।