চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ১১ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি বুধবার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. সেলিমা মাহমুদ বলেন,...