পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

718

Published on জানুয়ারি 11, 2022
  • Details Image

পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দলীয় নেতৃবৃন্দ নিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সোমবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

দিবসটি উপলক্ষে সোমবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না’র পরিচালনায় বক্তব্য দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত আলী বিল্লু, উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.স.ম.আব্দুর রহিম পাকন, উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, পাবনা পৌর সভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালী, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন পাবনা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপদেষ্টামণ্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল আলম পিয়াল, জেলা যুব লীগের নেতা শেখ লালু, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান শেখ,এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের বিশ্বাস অন্তু প্রমুখ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত