আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নোয়াখালী পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা

820

Published on জানুয়ারি 10, 2022
  • Details Image

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সহিদ উল্লাহ খান সোহেল এর নৌকা মার্কার সমর্থনে ৯ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল তিনটায় দত্তের হাটে নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। আরও বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী সহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী জেলা আওয়ামী লীগ আহবায়ক অধ্যক্ষ সেলিম, নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

সন্ধ্যা সাড়ে ৬ টায় সোনাপুর জিরো পয়েন্টে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ সভাপতি ফারুক আমজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন উন্নয়ন অগ্রগতির চাকাকে সচল রাখতে আগামী ১৬ তারিখ জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সহিদ উল্লাহ খান সোহেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। নৌকা মার্কায় ভোট দিন উন্নয়ন অগ্রগতি বুঝে নিন।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে নৌকা মার্কার বিজয়ের কোন বিকল্প নেই। নোয়াখালী সদর পৌরসভাকে উন্নত সমৃদ্ধ মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আগামী ১৬ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে সহিদ উল্লাহ খান সোহেলকে বিপুল ভোটে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি। পথসভা শেষে সোনাপুর বাজারে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিরন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, বানিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কিরন, জাহাঙ্গীর হোসেন বাবর, তৈহিদুর রহমান সেলিম, মোঃ মনির হোসেন, জাতীয় পরিষদ সদস্য মির্জা মুরশেদুল আলম মিলন, শফিক উল আলম বাবু, সিরাজুল ইসলাম রাজ, গাজী হাসান মাহমুদ, অ্যাড. নোমান হোসাইন তালুকদার, আমির হোসেন, মার্সেলা আরেফিন,স্যানিয়েল আরেফিন, ডাঃ সাদ, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন সহ নোয়াখালী সদর উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত