689
Published on ডিসেম্বর 16, 2021মহান বিজয় দিবসের সূবর্ণজয়ন্তীতে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় শোভাযাত্রা জনতার ঢলে পরিণত হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের পোষ্ট অফিস মোড়ে বিজয় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
শোভাযাত্রায় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনতা সহ সকল স্তরের মানুষ অংশগ্রহন করেন। সাঁড়া, পাকশী, সাহাপুরের চেয়ারম্যানদের নেতৃত্বে বিপুল সংখ্যক এলাকার মানুষ শোভাযাত্রায় সামিল হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণের সময় পথচারী ও দোকানদাররা অংশ নিলে শোভাযাত্রায় জনতার ঢল বয়ে যায়। শোভাযাত্রা ইশ্বরদীপুরাতন বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাম মিন্টু’র নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, নবনির্বাচিত সাঁড়া ইউপি’র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাকশীর চেযারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাহাপুরের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ্বাস, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা,উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহব্বায়ক সজিব মালিথা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।