630
Published on ডিসেম্বর 15, 2021একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে গোটা জাতি। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাবনায় বুদ্ধিজীবী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবস টি উপলক্ষে মোমবাতি প্রজ্বলন আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে আমার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাসের পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন,পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন,সদর থানা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক টিপু,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা খাতুন শেফালী, সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত ফিরোজ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকি, উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, যুগ্মসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা খান মামুন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো মনিরুজ্জামান রাসেল,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সহ-সভাপতি মাহমুদুল হাসান, পাবনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান রিঙ্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন সাকুর।