পাবনা ঈশ্বরদীতে আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

646

Published on ডিসেম্বর 14, 2021
  • Details Image

ঈশ্বরদীতে শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় আওয়ামী লীগ এবং ৯টায় প্রেসকাব সংলগ্ন বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, ঈশ্বরদী প্রেসক্লাব, ঈশ্বরদী পৌরসভা, বাংলাদেশ শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঈশ্বরদী মহিলা কলেজ, সাহিত্য-সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়াামী লীগের সহ-সভাপতি শ্রমিক নেতা রশিদুল্লাহ, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত