870
Published on ডিসেম্বর 13, 2021সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা আলালের কুরুচিপূর্ণ ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।
১০ ডিসেম্বর, শুক্রবার বিকেল ৩ টায় বিক্ষোভ মিছিলটি নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সম্মুখভাগ থেকে নিউমার্কেট চত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। পরে ওই চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপু বলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ কটূক্তি করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এতে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে। এজন্য আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ নানা ঘৃণ্য কাজ অব্যাহত রেখেছে।এসব ঘৃণ্য কাজ ছাত্রলীগ কখনো মেনে নেবে না। আমরা কটূক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম বলেন, জাতির জনকের কন্যাকে নিয়ে যে কটূক্তি করেছে তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। এ ঘটনায় ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী মোয়াজ্জেম হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার এ দেশের থাকার কোনো অধিকার নেই।
সমাবেশে বক্তারা বিভিন্ন সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাত্রদল-ছাত্রশিবিরের ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগ কর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণা ও অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এতে বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রাসেল, সীতাকুণ্ড সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেলসহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।