পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

864

Published on অক্টোবর 25, 2021
  • Details Image

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্যকালে তিনি বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাকে নৌকা প্রতীক দিবেন, দলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকেই বিজয় করতে হবে। তিনি আরো বলেন, যদি কেউ নৌকার বিরোধিতা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল। কেননা নৌকা প্রতীক কারোর ব্যক্তিগত প্রতীক নয়, এটা বঙ্গবন্ধুর প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক।

অনুষ্ঠানে চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল আজম এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, সহ সভাপতি জলিল বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক হিরোকে হোসেন,সদস্য বকুল খান, সদস্য সিদ্দিকুর রহমান খান, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত